সোমবার ভোর রাতে মারা যান সদর উপজেলার ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, ‘রবিবার বিকালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন ওই রোগী। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার আগেই তিনি মারা যান।’
এদিকে, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জন।
সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে সিংগাইর উপজেলায় এক স্বাস্থ্যকর্মীসহ তিনজন, সাটুরিয়ায় দুজন, সদরে তিনজন এবং ঘিওর ও শিবালয় উপজেলায় চারজন করে রয়েছেন।’
তিনি জানান, এ পর্যন্ত ১,৯১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১,৭৮২টির ফল পাওয়া গেছে। এতে করোনা পজেটিভ এসেছে ১২২ জনের। আক্রান্তদের মধ্যে ২৬ জন সুস্থ হয়েছেন। অন্যরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আসোলেশনে আছেন।