গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে করোনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও ৬৭ জন। ১৪৪টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ৪৬ দশমিক ৫২ ভাগ।
বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা এই তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, নতুন শনাক্তের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২১ জন, সিংগাইর ৯, ঘিওরের ৬, হরিরামপুরের ১৬, সাটুরিয়ায় আট, শিবালয়ে তিন ও দৌলতপুর উপজেলায় চার জন রয়েছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নতুন করোনা শনাক্ত ১৪৮ জন
ডা. রফিকুন নাহার বন্যা জানান, জেলায় এ পর্যন্ত ২৪ হাজার ১২১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫৬ জনের। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৪৬ জন, সিংগাইর ৩৯২, সাটুরিয়ার ৩১৯, ঘিওরের ২৯৪, শিবালয়ের ২৬২, হরিরামপুরের ২০৯, দৌলতপুরের ১২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৩৯৯ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৫৫ জন।
এদিকে, জেলার সাত উপজেলায় কঠোর বিধি নিষেধ পালনে মাঠে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা।
০১ জুলাই থেকে এ পর্যন্ত জেলার সাতটি উপজেলায় ৮১টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৯৩টি মামলায় ৪ লাখ ৬৯ হাজার ৪০টাকা জরিমানা এবং একজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়াতে একদিনে করোনায় আরও ১৭ মৃত্যু
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, মানিকগঞ্জসহ সারাদেশেই করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। অবশ্য মানিকগঞ্জসহ আরও ৭টি জেলায় লকডাউন চলছে ২২ জুন থেকে। করোনার সংক্রমণরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতার পাশাপশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শর্তভঙ্গকারীদের জরিমানা ও শাস্তি প্রদান করা হচ্ছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বরে জানান তিনি।