মুন্সিগঞ্জের শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক সেনা কর্মকর্তার ছেলের ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার লস্করপুর নতুন রাস্তা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত শরিফ ঢালী (২৩) একই এলাকার তৈয়ব ঢালীর ছেলে।
অভিযুক্ত মো. জান্নাত (২৪) ওই এলকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মহিউদ্দিনের ছেলে।
আরও পড়ুন: মাগুরায় ছুরিকাঘাতে বিজিবি সদস্য নিহত
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, হাসাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য হারুন অর রশিদের চাতালের দিন মজুর শরিফ শেখ কাজের ফাঁকে ঢালীবাড়ি এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন। অভিযুক্ত জান্নাত প্রায়ই তার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে টাকা না দিয়ে চলে যেতেন। শনিবার বিকালে একই কাজ করলে ঝালমুড়ি বিক্রেতা জান্নাতের কাছে টাকা চাইলে তিনি তাকে মারধর করেন।
আরও পড়ুন: ছুরিকাঘাতে কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান আহত
শরিফ শেখ বিষয়টি ইউপি সদস্য হারুন অর রশিদকে জানালে তিনি লোকজন নিয়ে জান্নাতের কাছে এ ব্যাপারে জানতে চায়। তখন অভিযুক্ত জান্নাত তাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলে ইউপি সদস্য হারুন সরে গেলে পাশে দাঁড়িয়ে থাকা দিন মজুর শরিফ ঢালীর বুকে ছুরিটিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হেনা আহমেদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শাহজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত
ওসি জানান, এ বিষয়ে এখনও মামলা হয়নি। পুলিশ বখাটে জান্নাতকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।