মেহেরপুর জেলার সদর থানার অন্তর্গত বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে ৩২ হাজার ২০০ মার্কিন ডলার (প্রায় ৩৯ লাখ ৮৪ হাজার টাকা) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহিদুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে বিজিবি-৬ ব্যাটালিয়নের একটি দল সকাল (শনিবার) সাড়ে ১০টার দিকে ১১৬/৪-এস নম্বর পিলারের কাছে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো মার্কিন ডলার উদ্ধার করে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধার অর্থ মেহেরপুর জেলার কোষাধ্যক্ষের কার্যালয়ে জমা দেওয়া হবে।
আরও পড়ুন: টেকনাফে বিজিবি'র অভিযান: ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ