মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস ও মানিকনগর গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে নিজ বাড়িতে একজন এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন- আনন্দবাস গ্রামের সালেহার খাতুন (৭০) ও মানিকনগর গ্রামের সাবেক মেম্বার ইছার উদ্দীন (৭৫)।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, গেল ৩১ মে সালেহার খাতুন এবং ৭ জুন ইছার উদ্দীন করোনাভাইরাস আক্রান্ত হন। সালেহার খাতুন নিজ বাড়িতে এবং ইছার উদ্দীন মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু বরণ করেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদের দাফনের প্রক্রিয়া চলছে।
আরএ পড়ুনঃ মেহেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার
এদিকে গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় আরও ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১১৯টি। এদের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, গাংনী উপজেলায় ৫০ জন ও মুজিবনগর উপজেলায় ৪০ জন আক্রান্ত হয়েছেন।