ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী ও যাত্রীরা।
জানা যায়, সম্প্রতি যানজট কমানোর জন্য শহরের নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন ও জেলা প্রশাসন।
সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই অটোরিকশা চালকদের এই ধর্মঘট চলছে।
জেলা অটোরিকশাচালক ও মালিক সমিতি এই ধর্মঘটের ডাক দেয়। এর ফলে অটোরিকশা না থাকায় অনেক রিকশাচালক দ্বিগুণ ভাড়া নিচ্ছেন।
এছাড়া ধর্মঘটের কারণে সকাল থেকে স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
আরও পড়ুন: সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
এদিকে জনদুর্ভোগ এড়াতে নগরীতে পুলিশ ভ্যান দিয়ে বিনা ভাড়ায় স্কুল-কলেজ ও যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করতে দেখা গেছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ বলেন, ‘সকলের মতামত নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার রুট নির্ধারন করা
হয়েছে। আশাকরি উদ্ভুত পরিস্থিতির সমাধান খুব দ্রুতই হবে।’