ময়মনসিংহের ত্রিশাল ও গফরগাঁওয়ে বজ্রপাতে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে ত্রিশালের বিয়ার্তা কোটাপাড়া গ্রামে ও গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের তললী কোনাপাড়া গ্রামে ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার তললী কোনাপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে মোহাম্মদ আসিফ (১৫) ও ত্রিশালের বিয়ার্তা কোটাপাড়া গ্রামের জুনাঈদ (৯)।
তাদের মধ্যে আসিফ স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এবং জুনাঈদ বিয়ার্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
আরও পড়ুন: পাবনায় বজ্রপাতে ১৪ গরুসহ প্রাণ গেল কৃষকের
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে বাড়ির পাশের মাঠে অন্যান্য ছেলেদের সঙ্গে ফুটবল খেলছিল আসিফ। এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই আসিফ মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে জেলার ত্রিশাল উপজেলার বিয়ার্তা কোটাপাড়া গ্রামে রবিবার বিকালে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছে আরও দুইজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: মাগুরা ও রাজবাড়ীতে বজ্রপাতে নিহত ৫