ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক প্রবাসী ও তার ছেলে নিহত হয়েছেন।
রবিবার (৭ জুলাই) বিকালে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- প্রবাসী গোলাম মোস্তফা (৪৫) ও তার ছেলে আবদুল্লাহ (৯)।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রবাসী গোলাম মোস্তফা তার ছেলে আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে নিজ জমিতে ধানের বীজতলা প্রস্তুত করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতের শব্দ শোনা যায়।
এরপর নিরাপত্তার জন্য জন্য ছেলেকে নিয়ে বীজতলা থেকে পাশের একটি জামগাছের নিচে আশ্রয় নেন। এর কিছুক্ষণের মধ্যে এক বিকট শব্দে জামগাছের উপর বজ্রপাত আঘাত হানে। এতে গাছের নিচে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন।
আরও পড়ুন: নড়াইলে বজ্রপাতে মাদরাসাছাত্র নিহত, আহত ৩
পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তাদের মৃত্যু হয়।