ময়মনসিংহের ভালুকায় সিএনজিচালিত অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাল মিয়া (৩২) এবং ৪ নম্বর ওয়ার্ডের সুরজত আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৮)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (বৃহস্পতিবার) দুপুরে ভালুকাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে রোকেয়া বেগমও মারা যান।
গুরুতর আহত অবস্থায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার তইমুদ্দীনের স্ত্রী জোসনা আক্তার (৬৫) ও পূর্ব ভালুকা এলাকার লাল মিয়ার স্ত্রী তাসলিমাকে (৩০) মমেক হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান জানান, সিএনজি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।