মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর আশ হাবিব (৪৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় নদীতে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পাটুরিয়া নৌ থানার পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
আহসান হাবিব ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবস্থিত নাসা গার্মেন্টস এর জেনারেল ম্যানেজার ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়া জেলা শহরের ফুলবাড়ি এলাকায়। তবে স্বপরিবারে তিনি ঢাকার সাভারের রেডিও কলোনি এলাকায় বসবাস করতেন।
আরও পড়ুন: সালতা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
জানা গেছে, গত শুক্রবার তিনি ব্যক্তিগত গাড়িতে স্ত্রী শামীমা নাসরিন ও একমাত্র শিশু সন্তান অহনকে (১০) নিয়ে জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর পাড়ে বেড়াতে যান।
বেলা তিনটার দিকে স্ত্রী ও ছেলেকে যমুনা নদীর তীরে বসিয়ে তিনি নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনি নদীতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে নদীতে খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরিরা শনিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত জাফরগঞ্জ ও এর আশপাশে যমুনা নদীতে উদ্ধার অভিযান চালান। কিন্তু হাবিবের সন্ধান পায়নি।
রবিবার বেলা ১১টার দিকে জাফরগঞ্জ এলাকায় লাশ ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নরসিংদীতে ছেলে-মেয়েসহ মায়ের গলাকাটা লাশ উদ্ধার
আহসান হাবিবের স্ত্রীর বরাত দিয়ে স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম জানান, কয়েকদিন আগে আহসান হাবিবের কয়েকজন সহকর্মী জাফরগঞ্জ এলাকায় বেড়াতে এসেছিলেন। তারা যমুনা নদীতে গোসল করা এবং ঘোরাঘুরির বিভিন্ন ছবি ফেসবুকে আপলোড করেন। ওই ছবি দেখে তিনি এই এলাকায় স্ত্রী, পুত্র নিয়ে বেড়াতে গিয়েছিলেন।
পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, স্বজনদের দেয়া ছবি দেখে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত আহসান হাবিবের লাশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।