দুই দিন বিরতির পর ফের যশোরে করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।
সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের দেয়া ফলাফলে এই জেলার পাঁচটি নমুনাকে পজেটিভ বলে শনাক্ত করা হয়।
একই দিন চুয়াডাঙ্গায়ও পাঁচজন, মাগুরায় চারজন এবং ঝিনাইদহে একজনের করোনা পজেটিভ আসে।
যবিপ্রবি জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, সোমবার ল্যাবে মোট ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরের ৩২টি, ঝিনাইদহের ২১টি, মাগুরার ৩৬টি এবং চুয়াডাঙ্গার ৬২টি নমুনা ছিল।
ফলাফলে দেখা যায়, যশোরের ৩২টির মধ্যে পাঁচটি, ঝিনাইদহের ২১টির মধ্যে এক, মাগুরার ৩৬টির মধ্যে চার ও চুয়াডাঙ্গার ৬২টির মধ্যে পাঁচটি নমুনা পজেটিভ। বাদবাকি ১৩৬টি নমুনার ফল নেগেটিভ হয়।