যশোর বেজপাড়ার বনানী রোডে ড্রেন নির্মাণ করার সময় রাস্তার পাশে থাকা পুরাতন দেওয়াল ভেঙ্গে চাপা পড়ে ডালিম নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক ডালিম যশোরের চৌগাছা উপজেলার কালিয়াকুন্ডি গ্রামের মৃত আকবরের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ডোবার পানিতে পড়ে ২ বোন নিহত
নিহতের সহকর্মীরা জানান, যশোর পৌরসভার ঠিকাদারের মাধ্যম শহরের বেজপাড়া বনানী রোডে ড্রেন নির্মাণ করার সময় রাস্তার পাশে থাকা পুরাতন দেয়াল হঠাৎ ভেঙে পড়ে মারাত্মকভাবে আহত হন ডালিম। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’