যশোরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনায় স্বামী পরিতোষ কুমার সানাকে আটক করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় (৪ ফেব্রুয়ারি) যশোর জেনারেল হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালানোর পর তাকে আটক করা হয়।
ভুক্তভোগী মায়া রানী সাতক্ষীরার আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের তরুণ কুমার মণ্ডলের মেয়ে।
চাকুরির সুবাদে যশোর উপশহর এলাকার সুফিয়া ভিলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন এই দম্পতি।
এদিকে মায়াকে তার স্বামী হত্যা করেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীর ভাই সুশান্ত কুমার মণ্ডল।
আরও পড়ুন: গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ
তিনি বলেন, বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি বিরাজ করছিল। তারই জের ধরে মায়াকে পিটিয়ে হত্যা করেছে পরিতোষ কুমার সানা।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মায়া রানীর মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, চাকুরির সুবাদে উপশহর এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করত মায়া রানী ও তার স্বামী পরিতোষ কুমার সানা। সেখান থেকে রবিবার সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় মায়া রানীকে হাসপাতালে নিয়ে আসে তার স্বামী।
তিনি আরও বলেন, পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এটা হত্যা না আত্মহত্যা সেটা এখনও কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে মায়া মারা গেছে ময়নাতদন্ত হলেই জানা যাবে। এছাড়া তদন্ত করে যদি কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে
নিহত মায়া রানীর স্বামী পরিতোষ কুমার সানাকে পুলিশ আটক করেছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: নেত্রকোণায় ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২