যশোরের সীমান্ত এলাকা থেকে ১১ পিস্তল, ২২ ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজাসহ তিন ‘অস্ত্র চোরাকারবারিকে’ আটক করেছে বিজিবি।
শনিবার বিকাল ৩টার দিকে রঘুনাথপুরের ঘিবা এলাকায় বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়।
তারা হলেন- বেনাপোল পোর্ট উপজেলার ঘিবা গ্রামের মো. এজুবার মিয়ার ছেলে মো. সাজজুল (৩০), সর্বাঙ্গহুদা গ্রামের সাবেদ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শহিদ বিশ্বাসের ছেলে মো. আনারুল ইসলাম (৩৫)।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, রঘুনাথপুরে বিশেষ অভিযান চালনাকালে বিজিবির টহল দল তিন ব্যক্তিকে বস্তা মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখতে পায়। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটকের পর বস্তা তল্লাশি করে পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং গাঁজা জব্দ করা হয়।