রবিবার রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বেদভিটা বিলে ইজহার আলী খন্দকার ও নূর আলী খাঁ এর মৎস্য ঘেরে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে মৎস্য অফিসে অভিযোগের প্রস্তুতি চলছে।
জানা গেছে, উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের ইজহার আলী খন্দকার বেদভিটা বিলে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে মৎস্য ঘের শুরু করেন। একই বিলে বেদভিটা গ্রামের নূর আলী খাঁ নিজের এক বিঘা ও চার বিঘা জমি লিজ নিয়ে মৎস্য ঘের করেন।
আরও পড়ুন: যশোরে তিন শিশুর বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ইজহার আলী খন্দকার বলেন, সোমবার সকালে মৎস্য ঘেরে গিয়ে দেখি শত শত মণ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে আছে। বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে মৎস্য চাষ শুরু করি। কয়েক দিন পর মাছ বিক্রি করে ঋণ পরিশোধের ইচ্ছা ছিল। কিন্তু কে বা কারা শত্রুতা করে আমার মাছগুলো মেরে ফেলেছে। আমি এখন নিঃশ্ব। আমি ওই দুর্বৃত্তদের বিচার চাই।
আরও পড়ুন: বাগেরহাটে মাছের ঘের থেকে নারীর লাশ উদ্ধার
অপর মৎস্য ঘের মালিক নূর আলী খাঁ চোখের জল মুছতে মুছতে বলেন, আমি অর্থনৈতিকভাবে শেষ হয়ে গেছি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.ফারুক হুসাইন সাগর বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: শত্রুতার বলি হলো ৫০ লাখ টাকার মাছ