গত ৪৮ ঘণ্টায় জেলায় আরও ১৪ রোগী শনাক্ত হয়েছেন। এ অবস্থায় মাস্ক ব্যবহারসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত কয়েক দিন ধরে জেলায় করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আক্রান্তের সংখ্যায়ও বৃদ্ধি পাচ্ছে।
১৫ নভেম্বর জেলায় ১০ জন আক্রান্ত হন। এছাড়া ১৬, ১৭, ১৮ ও ১৯ নভেম্বরে যথাক্রমে দুই, আট, নয় ও পাঁচজনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনাবিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তাফা কামাল বলেন, ‘রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। সবাই যদি মাস্ক পরিধান করি তাহলে এ মহামারি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তাই ঘরের বাইরে গেলে অবশ্যই সকলের মাস্ক ব্যবহার করা উচিত।’
তিনি আরও বলেন, ‘শীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় আমাদের প্রস্তুতি রয়েছে। পিসিআর ল্যাবের মাধ্যমে প্রতিদিন দুই শতাধিক লোকের করোনা পরীক্ষা করা সম্ভব হবে। একই সাথে রাঙামাটি সরকারি কলেজের একাডেমি ভবন ৫০ বেডের আইসোলেশন সেন্টারের জন্য প্রস্তুত রাখা রয়েছে।’
উল্লেখ্য, জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৯৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২০ জন ও মৃত্যু হয়েছে ১৪ জনের।