রাঙামাটিতে নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬৭ জন।
চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে রবিবার রাতে আসা ৩৯টি প্রতিবেদনে ১৬ জনের করোনা পজেটিভ আসে।
জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মো. মোস্তফা কামাল জানান, নতুনদের মধ্যে সদরে ১৩ এবং নানিয়ারচরে তিনজন করোনা রোগী রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, জেলায় রবিবার ১৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৬৭ জন।
এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। বর্তমানে আইসোলেশনে আছেন নয়জন।
জেলায় এ পর্যন্ত ২৬২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ২৫২৩ জনের প্রতিবেদন পাওয়া গেছে।
এছাড়া জেলায় মোট ৩৫০৭ জন কোয়ারেন্টাইনে গেছেন। তার মধ্যে ১২৪১ জন প্রাতিষ্ঠানিক এবং ২২৬৬ জন হোম কোয়ারেন্টাইনে যান। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৩৪২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬৫ জন।