রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় হানিফ ফ্লাইওভারের ঢালে বুধবার মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও অপর একজন আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিহত আহসান হোসাইন (২১) ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা। তিনি নবারুণ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
এ ঘটনায় রাগিব আখইয়ার ফাতিন (২৪) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বুধবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে ধোলাইপাড় হানিফ ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে আহসান হোসাইন মারা যান।
আহসানের মা রোকসানা পারভিন বলেন, ‘তাদের বাড়ি জুরাইন কুসুমবাগ এলাকায়। আহসান নবারুণ ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষে পড়তেন। বিকালে বন্ধুর সঙ্গে নীলক্ষেতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। সন্ধ্যায় ছেলের সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসি।’
ফাতিনের চাচাতো ভাই সাইম নেওয়াজ জানান, ফাতিন নটরডেম বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র। তারা জুরাইন খন্দকার রোডে থাকেন।
আরও পড়ুন: মাগুরায় ট্রাক-কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২