রাজবাড়ীতে করোনা ভ্যাকসিন কর্মসূচিতে এক কলেজ শিক্ষিকাকে একসঙ্গে দুই ডোজ টিকা দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী রাবেয়া আক্তার মিতু (৩৪) মানিকগঞ্জ আ. রাশেদ খান টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক।
তিনি অভিযোগ করে বলেন,শনিবার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় কেন্দ্রে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে যান তিনি। স্বাস্থ্যকর্মী প্রথমে এক ডোজ টিকা দিয়ে আবার আরেকটি ডোজ টিকা একসঙ্গে দেয়। বাধা দিলেও স্বাস্থ্যকর্মী কথা শোনেননি। পরে তিনি বিষয়টি সিভিল সার্জন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমানকে অভিহিত করেন। পরে তাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে বলা হয়।
আরও পড়ুন: সাভারে টিকাকেন্দ্রে পদদলিত হয়ে আহত ৩০
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, স্বাস্থ্যকর্মীরা সতর্কতার সঙ্গে কাজ করছে। হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষিকার নাম পরিচয় রাখা হয়েছে। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে ফোন নম্বর দেয়া হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, ‘রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলাতে শনিবার করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি চলছে। কলেজ শিক্ষিকার সঙ্গে কথা বলেছি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।’
আরও পড়ুন: করোনা টিকা উৎপাদনের প্রযুক্তি ও জ্ঞান ভাগ করে নেয়ার আহ্বান ঢাকার