রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রী ও ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মুন্ডমালা পৌরসভার পাঁচন্দর মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত নিপা খাতুন (২৬) ও তার ছেলে নূর মোহাম্মদ (৭) একই মহল্লার পূর্বপাড়ার বাসিন্দা। নিপা মুন্ডমালা পৌর এলাকার পাঁচন্দর মহল্লার আব্দুর রহিমের মেয়ে।
অভিযুক্ত স্বামী আলিউল (৩০) পাঁচন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) মোহাম্মদপুর পূর্বপাড়া গ্রামের মৃত সিদ্দিকের ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় 'মেয়ের ছুরিকাঘাতে' বাবা খুন, স্ত্রী-মেয়ে আটক
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, তানোর থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে নিহত স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে নিপা তার ছেলে নূরকে নিয়ে পাঁচন্দর মহল্লায় বাবার বাড়িতে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। আলিউল শনিবার বিকালে ধারালো ছুরি হাতে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাত করে।
আলিউল পালানোর সময় মহল্লাবাসী তাকে আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান ওসি।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন