পটুয়াখালী সদর উপজেলায় রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় বশির শরীফ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকায় শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে। এরপর আজ (শনিবার) ভোরে বাড়ির পাশের মাটির সড়কে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলকাবাসী।
নিহত বশির বদরপুরের মো. আব্দুল শরীফের ছেলে। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ।
প্রত্যক্ষদর্শীরা জানান, অত্যন্ত ভদ্র ও ধার্মিক মানুষ ছিলেন বশির। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। তার মতো মানুষকে কে বা কারা রাতের অন্ধকারে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি তারা। তবে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
নিহতের বড় ভাই জাকির শরীফ বলেন, ‘রাত ১২টার দিকে বশির বাড়িতে না ফেরায় আমি তার মোবাইলে ফোন দিই, কিন্তু ফোন রিসিভ না করায় ভেবেছিলাম সে হয়তো কোথাও আছে। সকালে আমাদের বড় ভাই ফজরের নামাজ পড়তে গিয়ে বাড়ির দরজার পাশেই বশিরের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে দৌড়ে এসে দেখি, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন এবং শরীরজুড়ে রক্ত।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পেয়েছি। ধারণা করা হচ্ছে, রাতের বেলায় এ ঘটনা ঘটেছে। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’