তাদের মধ্যে ছয় চিকিৎসককে পর্যটন মোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
কোয়ারেন্টাইনের জন্য প্রথমে ৪০ জনের তালিকা করা হলেও পরে দুজন বাড়ানো হয়। এ তালিকা আরও বাড়তে পারে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘যাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তারা জরুরি বিভাগ, রেডিওলজি বিভাগ এবং ৪২ ও ৩৯ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন। আগামী দুদিনের মধ্যে সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।’
তিনি জানান, মঙ্গলবার দিনভর তাদের চিহ্নিত করা হয়। সন্ধ্যায় তাদের কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এছাড়াও লকডাউন করা হয়েছে ৪২ নম্বর ওয়ার্ড।
সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আব্দুস সোবহান নামে ৮০ বছর বয়সের ওই রোগী গত ১৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। সোমবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা পাওয়া যায়।