নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাজিতপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তার বাড়ি লকডাউন করে লাল পতাকা উত্তোলন করেছে প্রশাসন। এর পর থেকেই ওই এলাকা ফাঁকা হয়ে গেছে।
শনিবার রাতে করোনা আক্রান্ত সন্দেহে ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এরপরই জেলা প্রশাসন বাড়িটি লকডাউন করে দেয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহরিয়াজ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নাটোরে নতুন আরও ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এরপরও নাটোরের হাট-বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম। সকাল থেকেই শহরের তেবাড়িয়া হাটে বাড়তে থাকে লোক সমাগম।
এছাড়া সকালে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোর্তুজা আলী বাবলু।