লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক শিশু নিহতের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে উপজেলার চরকাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন (১৪) ওই গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাহুল, সদর উপজেলার পূর্ব নন্দনপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মো. সোহাগ, রায়পুরের চরলক্ষ্মী গ্রামের মৃত ইউসুফ কারীর ছেলে ফারুক কারী ও চরকাছিয়া গ্রামের মানিক শিকদারের ছেলে সুমন শিকদার।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া ঘটনার সত্যথা নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রায়পুরা উপজেলার চরকাসিয়া গ্রামে আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রাসেল হোসেন নিহত এবং ১০ জন আহত হন। ওইদিন রাতে নিহত রাসেলের মা ফাতেমা বেগম বাদী হয়ে আওয়ামী লীগ নেতা বিএম শাহজালালসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
তিনি আরও বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।