বিকল দুই পা নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জে এক গরুর বাছুরের জন্ম হয়েছে। বাছুরটি শুধুমাত্র সামনের দুটি পা দিয়ে চলাচল করে। বাছুরটিকে একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ছুটে আসছে।
বুধবার দুপুরের দিকে চলবলা ইউনিয়ের তেঁতুলিয়া এলাকার রমনী কান্তের বাড়িতে এই গরুর বাছুরটি জন্ম নেয়। জন্ম নেয়ার পর বাছুরটি গাভীর দুধ পান করেছে বলে জানান গরুর মালিক রমনী কান্ত।
দুই পা’ওয়ালা বাছুর দেখতে উপজেলার সুকানদিঘী থেকে এসেছেন মোখলেছুর রহমান।
তিনি বলেন, দুই পা’ওয়ালা বাছুর আমি আগে কখনো দেখিনি। যখন শুনলাম এখানে দুই পা’ওয়ালা গরুর বাছুর হয়েছে, তখন দেখার জন্য আসলাম।
আরও পড়ুন: বরিশালে ২ মাথা ও ৬ পায়ের বাছুরের জন্ম