নাব্যতা সংকটে পড়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। চরম আকার ধারণ করেছে যাত্রীদের দুর্ভোগ।
সোমবার সকাল থেকে ঘাটে এসে বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। অনেকে বাধ্য হয়ে গাড়ি রেখে ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিড বোটে করে পদ্মা নদী পার হচ্ছেন।
নাব্যতা ফেরাতে লৌহজং টার্নিং চ্যানেলে চলছে ড্রেজিং। তবে কবে নাগাদ ফেরি চলাচল শুরু হবে তা নিশ্চিত করতে পারেনি ঘাট কর্তৃপক্ষ।
নয় দিন বন্ধ থাকার পর সীমিত আকারে ঘাট চালুর দুই দিন পরই ফেরি চলাচল আবার বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ ঘাট ব্যবহারকারীরা।
এ নৌপথে চলাচল করা ১৭ ফেরির চারটি অন্যত্র পাঠানো হয়েছে। বাকি ১৩টি অলস পড়ে আছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুল রহমান বলেন, ‘চ্যানেল সচলে চেষ্টা চলছে।’