ঝিনাইদহের শৈলকুপায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে চড়িয়ার বিল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার দিদাউর রহমান (৪২) উপজেলার রাজনগর গ্রামের মৃত মোকলেচুর রহমানের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শৈলকুপা থানা পুলিশ স্ত্রী হত্যার দায়ে চরিয়ার বিল গ্রামে তার দ্বিতীয় শ্বশুর বাড়ি থেকে দিদাউর রহমান নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
মামলার সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের মৃত মোকলেচুর রহমানের ছেলে দিদাউর রহমানের সঙ্গে একই উপজেলার দিগনগর গ্রামের তালেব বিশ্বাসের মেয়ে শীলা খাতুনের (২৬) বিয়ে হয়। বিয়ের ৮ বছর পর ২০১২ সালে পারিবারিক কলহের জেরে স্বামী দিদাউর রহমান তার স্ত্রী শীলা খাতুনকে গলা টিপে হত্যা করে এবং গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এ ঘটনায় নিহত শীলা খাতুনের বাবা তালেব বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে মামলা আসামি দিদারুল পলাতক ছিলেন। দীর্ঘদিন মামলা চলার পর আসামি অনুপস্থিতিতেই ঝিনাইদহ বিজ্ঞ আদালত স্ত্রী হত্যার দায়ে আসামি দিদাউর রহমানকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেয়।