বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহীদ আলাউদ্দিন চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিতহয়।
এসময় সাংবাদিক নেতারা বলেন, কাজলের ওপর যেভাবে নির্যাতন হয়েছে তা গণমাধ্যমের কণ্ঠরোধের সামিল। তাকে হাতকড়া পরিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছে তা কোনোভাবেই একটি গণতান্ত্রিক দেশে মেনে নেয়া যায় না। অবিলম্বে সাংবাদিক কাজলের নিঃশর্ত মুক্তি এবং তার ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদের সভাপতিত্বে ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, বিডি নিউজ ও দেশটিভি’র শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আবুল কাশেম, দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল প্রমুখ।