বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ১২ ডিসেম্বর সাতক্ষীরা ও বিনেরপোতা এলাকায় তিনটি ইজিবাইক ছিনতাই হয়। ভাড়া নেয়ার কথা বলে গন্তব্যে পৌঁছানোর আগেই পথিমধ্যে চেতনানাশক স্প্রে ও তরল পদার্থ খাওয়ানোর মাধ্যমে চালককে অজ্ঞান করে জনমানবহীন স্থানে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারিরা। এ ঘটনায় সদর থানায় দুটি মামলা হয়।
আরও পড়ুন: জাল নোট আছে বলে গ্রাহকের লাখ টাকা নিয়ে উধাও প্রতারক
রাজধানীতে ‘প্রতারক চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার
তদন্তে জানা যায়, ছিনতাই চক্রের সদস্যরা মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলার অধিবাসী। সাতক্ষীরা সদর থানার একটি টিম দুই জেলায় চার দিন অভিযান পরিচালনা করে বুধবার ৯ জন ছিনতাই চক্রের সদস্যকে গ্রেপ্তার করে।
এছাড়া জব্দ করা হয় চুরি হওয়া দুটি ইজিবাইক। গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
আরও পড়ুন: কলেজছাত্রীর প্রেমের জালে ফাঁসলেন বিকাশ প্রতারক
সংবাদ সম্মেলনে সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দীন, এসআই মোস্তাফিজুর রহমান ও আহমমদ উপস্থিত ছিলেন।