সাতক্ষীরার আশাশুনিতে কমলা খাতুন নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ ৭ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার দরগাহপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পলাশবাড়ীতে অটোভ্যান ছিনতাই করতে চালককে হত্যা
নিহত কমলা খাতুন (৫২) দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী।
নিহত ওই নারীর স্বামী মোবারক আলী বলেন, পারিবারিক বিরোধের জেরে কমলা খাতুনের সঙ্গে তিনি এক ঘরে থাকতেন না। শুক্রবার তিনি কমলার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ি থেকে অল্প দূরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কমলার গলাকাটা লাশ দেখতে পান।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, কমলা খাতুনকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কমলা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।