সাতক্ষীরা, ২৮ মে (ইউএনবি)- দেবহাটা উপজেলার নাজিরের ঘের এলাকায় মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হচ্ছে- নাজিরের ঘের এলাকার আনারুল ইসলামের মেয়ে ঐশী ও একই এলাকার সাগর হোসেনের মেয়ে মিম।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ওই শিশুরা তাদের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করার সময় হঠাৎ অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের স্বজনরা পুকুরের পানি থেকে তাদের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।