মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আপনাদের খোঁজ-খবর রাখেন। সরকারের উন্নয়নমূলক কাজে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে পায়ে জুতা নেই। পরনে ছেঁড়া জামা। এ ধরনের সাধারণ মানুষ অফিসে আসলে সবার আগে তাদেরকে সেবা দিতে হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুর থানার নতুন ভবন পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান, বৃক্ষরোপন, বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করেন।