সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকার ইমন হোসেনের বাড়িতে মঙ্গলবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দোতলা বাড়ির একাংশ ধসে পড়েছে। এ ঘটনায় সাতজন দগ্ধ হয়েছেন।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. জিহাদ মিয়া বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ভবনের একাংশ ধসে পড়েছে। সাতজন দগ্ধ হয়েছেন । তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দ্বিতল ভবনের একাংশ ধসে পড়ায় আনুমানিক দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, সিলিন্ডার দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের সর্বোচ্চ ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।