সাভার আমিন বাজারের একটি প্লট থেকে বাবা ও দেড় বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ সেপ্টেম্বর) ৪টার দিকে কেবলারচর রূপালী সৈকত কল্যাণ সমিতির প্লট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ফুয়াদুল ইসলাম (৫৫) ও তার দেড় বছরের শিশু সন্তান আশিক। তাদের বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানার কাজিপুর গ্রামে।
আরও পড়ুন: সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুই-তিন আগে জয় নামের ওই যুবক নিহত ব্যক্তির কয়েকটি গরু বিক্রি করার চেষ্টা করছিল। পরে তারা গরু বিক্রিতে বাধা দিলে ওই যুবক আত্মগোপনে চলে যায়।
তাকে আটক করলে হত্যার রহস্য উৎঘাটন হবে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ জানায়, ফুয়াদুল কয়েক বছর ধরে রূপালী সৈকত কল্যাণ সমিতির নির্জন এলাকায় একটি খালি প্লটে কয়েকটি গরু লালন পালন শুরু করেন। সঙ্গে তার তার দেড় বছরের শিশু সন্তান থাকত। সেখানে গরুকে খাস খাওয়ানোর জন্য জয় নামের এক যুবককে দেখভাল করার জন্য রাখেন।
দুর্বৃত্তরা বাবা ও শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ প্লটের একটি কাশবনে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে সোমবার বিকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনার পর থেকে জয় নামের ওই যুবক পলাতক রয়েছেন।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বাবা ও শিশু হত্যার ঘটনায় ঘাতকদের আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সাভারে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-বিজিবি-ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক