প্রায় সাড়ে চার মাস পর চট্টগ্রামে করোনাভাইরাসে নুরুন নাহার (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পটিয়া উপজেলার বাসিন্দা।
দুইদিন ধরে চিকিৎসাধীন থাকার পর গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি দু’জন জন করোনা আক্রান্ত হয়ে মারা যান বলে জানায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস।
শুক্রবার (০১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চলতি মাসের প্রথম থেকেই বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। প্রায় প্রতিদিনই বাড়ছে এই হার। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৩ জনের। এর মধ্যে নগরীর ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৯ জন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।
এদিকে প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫২ জন। শনাক্তের হার ১১.৬৮ শতাংশ। এসময়ে ৪৪৫টি নমুনা পরীক্ষা করে নগরে ৪৪ জন এবং উপজেলায় ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২৫৮ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৬৫০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬০৮ জন।
পড়ুন: করোনা ঊর্ধ্বমুখী, আমরা কিছুটা চিন্তিত: স্বাস্থ্যমন্ত্রী