ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসেন ওরফে পলান নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ এপ্রিল) রাতে পলানের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে শাহজাদপুর থানা পুলিশ।
মৃত হাসেন ওরফে পলান (৪০) ওই উপজেলার চর নবিপুর মধ্যপাড়া গ্রামের মৃত হাশমত আলীর ছেলে।
আরও পড়ুন: স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, বিভিন্ন এনজিও ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ছোটখাট ব্যবসা করতেন হাসেন। এ ঋণের টাকা আদায়ে দীর্ঘদিন ধরে পাওনাদাররা তাকে চাপ দিয়ে আসছিলেন। টাকা পরিশোধ করতে না পেরে শেষমেষ শনিবার রাতে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেন তিনি।
ওসি আছলাম আলী আরও জানান, রবিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।