সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দুইজন।
আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার পুকুরপাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
নিহতরা হলো-গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার প্যারাবাড়িয়া গ্রামের সোরহাবের ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুলের ছেলে আয়ান (৪)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, সকালে রাজশাহী থেকে আম বোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছালে একটি গরুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এ সময় তিনটি গরুরও মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
এছাড়া আহত শরিফুল ও তার স্ত্রী শাপলা খাতুনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।