সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী দুই ভাই-বোন নিহত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ -কাজিপুর আঞ্চলিক মহাসড়কের কুড়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
নিহতেরা হলেন-কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে লিপি খাতুন (২৮) এবং তার ভাই মুকুল হোসেন (২৫)।
জানা যায়, শনিবার যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জ থেকে কাজিপুরের দিকে যাওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কুড়ালিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী আহত হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মাটিবাহী ট্রাক্টরচাপায় যুবক নিহত
স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পর ওই দুই ভাই বোন মারা যায় এবং চালকসহ আহত দুই জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান,
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু