র্যাব-১২ ও জেলা প্রাসশনের যৌথ অভিযানে সদর উপজেলায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
তারা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার দেওয়ান তোফাজ্জল হোসেনের ছেলে দেওয়ান শহীদুজ্জামান (৪২) ও রামগাতী মহল্লার মো. আবুল হোসেনের ছেলে মো. হাবিব (৩০)।
মঙ্গলবার সকালে র্যাব-১২ স্পেশাল কোম্পানি কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১২ ও জেলা প্রাসশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজের ভ্রাম্যমাণ আদালত সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালায়। এসময় যমুনা ফ্লাওয়ার ফুডসকে মেয়াদ উর্ত্তীণ লবণ ব্যবহার করে খাবার তৈরির অপরাধে ও এনজেল ফুডস্ বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং নিষিদ্ধ কেমিকেল ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।