সিরাজগঞ্জ সদরে নিজ বাড়ি থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার দত্তবাড়ী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ফারজানা খাতুন (১৮) ওই গ্রামের মো. রতনের স্ত্রী এবং সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ী মহল্লার ওহেদ আলীর মেয়ে।
আরও পড়ুন: সিলেট নগরীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নিহতের মা স্বপ্না বেগম বলছেন, তাঁতশ্রমিক রতনের সঙ্গে দুই বছর আগে মেয়ে ফারজানার বিয়ে দেওয়া হয়। এ বিয়ের প্রথম দিকে ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু ঢাকা থেকে ফারজানার জা বাড়িতে আসার পর থেকেই তার মেয়েকে নির্যাতন শুরু করা হয়। ফারজানা প্রায়ই বলতো তাকে মারধর করাসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেয়াও হতো।
তার মেয়েকে হত্যার পরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, শুক্রবার বিকালে দত্তবাড়ী মধ্যপাড়া গ্রামে স্বামীর ঘরে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার