সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ধোপাকান্দি নামকস্থানে বাসচাপায় সুমন মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন গাজীপুর জেলা সদরের আকছেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, মোটরসাইকেল করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস সুমনকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।