সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে পৃথক তিনটি অভিযানে ৩৯ জনকে ১ লাখ টাকা জরিমানা করেছে র্যাব ও নৌপুলিশের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার দিনভর বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় গোল চত্বর ও মুলিবাড়ি মহাসড়ক এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ও অনিদ্র গ্রহের নেতৃত্বে র্যাব-১২ এর সদস্যরা গণপরিবহনে অভিযান চালায়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করা ও স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে ৩৪ বাস চালককে বিভিন্ন পরিমাণে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, ওই দিন যমুনা নদীর সিরাজগঞ্জ পৌর এলাকার মতিন সাহবের ঘাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহের নেতৃত্বে নৌপুলিশ অভিযান চালায়। এ অভিযানে নৌ দুর্ঘটনা প্রতিরোধে সরঞ্জাম না রাখা ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় পাঁচ মাঝিকে বিভিন্ন পরিমাণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।