সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মিল্কভিটা কারখানায় শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, মিল্কভিটা কারখানার পাঁচতলা ভবনের চারতলায় পাউডার প্লান্ট-২’র ডায়া মেশিনের ভেতরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এসময় অফিসের ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর খবর পেয়ে শাহজাদপুর ও বাঘাবাড়ি নৌ-বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই ভবনের চারতলার ভ্যান্টিলেশন কেটে পানি ও ফোম ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: রূপগঞ্জে কারখানায় আগুন: শনাক্ত ২৪ জনের লাশ বুঝে পেল পরিবার
তিনি জানান, অগ্নিকাণ্ডে ডায়া মেশিনের ভেতরে থাকা বেশকিছু গুড়োদুধ পুড়ে গেছে এবং ডায়া মেশিনের বেশ ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার সিনিয়র জেনারেল ম্যানেজার (ডিজিএম) অমীয় মণ্ডল জানান, আগ্নিকাণ্ডে কিছু পাউডার দুধ পুড়ে গেলেও মেশিনের তেমন কোন ক্ষতি হয়নি। মেশিন আবার চালু করা যাবে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: রূপগঞ্জে আগুন: সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জন ৪ দিনের রিমান্ডে