সিলেটের ফেঞ্চুগঞ্জে সালিশে গিয়ে ছুরিকাঘাতে মনাই মিয়া নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এই ঘটনাটি ঘটে।
মনাই মিয়া ঘিলাছড়া ইউনিয়নের পুর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বুরকান আলীর ছেলে এবং পেশায় একজন রিকশাচালক ছিলেন তিনি।
আরও পড়ুন: সাভারে তেলের ট্যাংকার উল্টে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৪
স্থানীয়রা জানান, বাঘমারা গ্রামের কালাম মিয়ার সঙ্গে মনাই মিয়ার শ্যালিকাকে বিয়ে দেওয়ার দেড় বছর পর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এ বিষয়ে মঙ্গলবার রাতে ঘটনাস্থলে সালিশ বসেছিল।
সালিশের এক পর্যায়ে কালাম মিয়ার ভাই বেলাই মিয়া ছুরি দিয়ে মনাই মিয়ার পেটে আঘাত করেন। স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিধান সরকার বলেন, মনাই মিয়া আগেই মারা গেছেন। হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। ছুরির আঘাতে তার মৃত্যু হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরাও হাসপাতালে গিয়েছিলাম। প্রাথমিকভাবে জানতে পেরেছি মনাই মিয়া একজন রিকশাচালক। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা খোঁজ নিচ্ছি।’
তিনি আরও বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ২১টি দোকান পুড়ে ছাই