ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে ৮০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮১৪ জন।
ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, রবিবার তাদের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় চারজন চিকিৎসকসহ ৩৯ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৩৮ জন সিলেট এবং একজন সুনামগঞ্জের বাসিন্দা।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, সেখানকার ল্যাবে রবিবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে ৮০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। তাদের মধ্যে সিলেট জেলায় ২৭, সুনামগঞ্জে ২১ ও মৌলভীবাজারের ৩২ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় ৫ হাজার ৭১৫, সুনামগঞ্জে ২ হাজার ৫১, হবিগঞ্জে ১ হাজার ৫৩৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৪ জন এবং এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন।