ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দুটি ট্রাক ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কমলদহ এলাকার এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, চট্টগ্রাম থেকে আসা মালবাহী একটি ট্রাক ভোর ৪টার দিকে মহাসড়কের কমলদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
আরও পড়ুন: গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষের ৫ দিন পর আহত নারীর মৃত্যু
ওই ট্রাকটি সামনে থাকা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, এতে ট্রাকের সামনের অংশ ও মাইক্রোবাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকচালকের সহকারী নিহত হন এবং মাইক্রোবাসের চালকসহ বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (আইসি) পরিদর্শক আবদুল হাকিম আজাদ।
আরও পড়ুন: চট্টগ্রামে কর্ণফুলী এক্সপ্রেসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনের সংঘর্ষে আহত ৩