চট্টগ্রামের সীতাকুণ্ডে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে মুক্তিযোদ্ধার এক সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মো. আরাফাত নামে আরেক যুবকের বিরুদ্ধে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে পৌরসভার ২নং ওয়ার্ডের আলী আহম্মদ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব: মাগুরায় মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যা
নিহত মো. খুরশিদ আলম (৪২) একই এলাকার বীর মুক্তিযোদ্ধা নুর আহম্মদের ছেলে এবং অভিযুক্ত আরাফাত মো. বাহাদুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় খুরশেদ আলম তার সন্তানকে ডাক্তার দেখিয়ে প্রাইভেট কারে বাড়িতে ফিরছিলেন। এই সময় বাড়ির রাস্তায় প্রাইভেট কারে সঙ্গে আরাফাতের ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে আরাফাত ঘর থেকে বটি এনে খুরশেদ আলমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
আরও পড়ুন: মানিকগঞ্জে আনসার সদস্যকে ছুরিকাঘাতে হত্যা
স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পাবনায় ফুটপাতের হকারকে কুপিয়ে হত্যা
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। এ ব্যাপারে পুলিশ আইনগত পদক্ষেপ নিচ্ছে।