জেলার সীতাকুণ্ডে ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যার একদিন পর আত্মহত্যার চেষ্টাকারী স্বামী ওমর শরীফও মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আলাউদ্দিন। তিনি বলেন, স্ত্রী মারা যাওয়ার একদিন পর মঙ্গলবার সকালে ওমরের মৃত্যু হয়েছে। তার লাশ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
স্থানীয়দের বরাতে এসআই জানান, রবিবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া এলাকায় তালাকনামা পাঠানোর জেরে ক্ষিপ্ত হয়ে স্ত্রী পিয়ারুকে ছুরিকাঘাত করে ওমর নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) হাসপাতালে নিয়ে গেলে গতকাল সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারুর মৃত্যু হয়। এর একদিন পর মঙ্গলবার ওমরও মারা যান।
আরও পড়ুন: ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ৪
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে সন্দ্বীপ উপজেলার ওমর ফারুকের (৪৫) সাথে মৌলভী পাড়ার পেয়ারু বেগমের (৩৫) বিয়ে হয়। এর মধ্যে তাদের দুটি কন্যা সন্তান জন্ম নেয়। সংসারের নানান বিষয় নিয়ে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না।