তাদের এমন আচরণে বিস্ময়, ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। খাটিয়া ছাড়া লাশ বহনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যায়, খাটিয়া ছাড়া ওই যুবকের লাশ কাঁধে করে কবরে নিয়ে যাচ্ছেন তিন ব্যক্তি। স্থানীয়রা জানান, তারা হলেন মৃতের বাবা ও দুই ভাই।
জানা যায়, ওই যুবক নরসিংদীর একটি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় ১০ দিন জ্বর ও শ্বাসকষ্টে ভোগার পর মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই যুবকের লাশ বহনের জন্য গ্রামবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে খাটিয়া চাইলে সংক্রমিত হওয়ার ভয়ে অস্বীকৃতি জানানো হয়। পরে নিরুপায় হয়ে বুধবার দুপুরে মৃতের স্বজনরা খাটিয়া ছাড়াই লাশ কাঁধে করে গ্রামের কবরস্থানে নিয়ে দাফন করেন।
জেলা সিভিল সার্জন ডা. মো. শামসু উদ্দিন জানান, দোয়ারাবাজারে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বুধবার সিলেটে পাঠানো হয়েছে।