সুন্দরবনের ভেতরে মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নুরুল ইসলাম নামে একজন নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরবনের ভিতরে ঝপঝপিয়া নদীতে এই ঘটনা ঘটে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বনবিভাগ ও নৌ পুলিশ তার সন্ধানে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে।
নুরুল ইসলাম (৪৮) খুলনার কয়রা উপজেলার বেদকাশী গ্রামের বাসিন্দা।
খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ হোসেন বলেন, কাঁকড়া ধরার জন্য নৌকাটি ব্যবহার করছিলেন নুরুল ইসলাম।
সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, সন্ধ্যায় কার্গো জাহাজ কাকড়া ধরা একটা নৌকাকে ধাক্কা দেয়। এতে একজন নিখোঁজ হন এবং আরেকজন সাঁতার কেটে নদীর কিনারে চলে আসেন।